আশুরা আরবি শব্দ। যা আশরাহ ধাতু থেকে এসেছে। যার অর্থ দশ। মহররম মাসের দশমদিবসে আশুরা পালিত হয় বলে একে আশুরা বলে।মনে করা হয়, এই দিনে আল্লাহ তায়ালা দশজন নবীকে সম্মানিত করেছেন বলে একে আশরা নামে অভিহিত করা হয়।আশুিরা দিবসটির তাৎপর্য প্রাচীণকাল থেকে চলে আসছে।ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতো। কারণ এদিনে হযরত মুসা (আ) ফেরাঊনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। হযরত মুহম্মাদ (সা) এর সময় রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিলো। রোজা ফরজ হলে তা ইচ্ছাধিন হয়ে যায়। তবে কে্ঊ এই রােজা রাখলে ৯ ও১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখতে হবে। এর ফজিলত সম্পর্কে রাসূল (সা) বলেন, রমজানের পর সর্বাধিক উত্তম সিয়াম হল মহররম মাসের সিয়াম।
