মো: মোহাইমেনউল (স্বপন): চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলায় করোনা সংক্রমন ঠেকাতে দিন রাত সমানে পরিশ্রম করছেন চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আনিছুর রহমান। তিনি চারঘাট উপজেলার নন্দগগাছী বাজারে সনিবার রাত্রি আনুমানিক ৮.০০ টার সময় চারঘাট উপজেলার পুলিশ ফোর্স দের সাথে নিয়ে নন্দনগাছী বাজার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বাজারে কিছু সংখ্যক দোকান খোলা থাকায় তাদের কে সতর্ক করে বলেন এর পরে বিকেল ৪.০০ টার পরে দোকান খোলা না থাকে, এবং যারা বাজারে মাস্ক ছাড়া ছিলেন তাদেরকে সতর্ক করেন এবং পরবর্তী মাস্ক ছাড়া চলা ফেরা করলে এবং যথা সময়ে দোকান বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
