নিউজ ডেস্ক
জনতার বাণী,
ঢাকা: সাধারণ মানুষের
চাহিদার কথা মাথায়
রেখে এবার খুলনার
সঙ্গে কলকাতার সরাসরি
ট্রেন যোগাযোগের কাজ
দ্রুত শুরু করার
সিদ্ধান্ত নিয়েছে
বাংলাদেশ ও ভারত
সরকার। সপ্তাহে একদিন এই
পথে ট্রেন চলবে বলে
জানা গেছে।
বৃহস্পতিবার ভারতের
গণমাধ্যম দি ইকোনমিক
টাইমস জানিয়েছে,
বাংলাদেশ ও ভারতের
রেল কর্তৃপক্ষের
মধ্যকার বৈঠক শেষে এক
বিবৃতিতে জানানো
হয়েছে, ‘দর্শনা রুট দিয়ে
সপ্তাহে একবার করে দুই
দেশের মধ্যে এই ট্রেন
চলাচলের ব্যবস্থা করতে
দ্রুত সম্ভাব্যতা
যাচাইয়ে সম্মত হয়েছে
উভয় দেশ।’
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির
বাংলাদেশ সফরের এক
সপ্তাহ আগে এই
সিদ্ধান্ত হলো।
এদিকে ভারতের
পূর্বাঞ্চল থেকে
বাংলাদেশের রেলপথ
ব্যবহার করে পণ্য পরিবহন
করার সুবিধা চেয়ে
ভারতের করা অনুরোধ
সরকারের যথাযথ পর্যায়ে
বিবেচনার জন্য পেশ
করতে সম্মত হয়েছে
বাংলাদেশ রেলওয়ে।
এ ছাড়া দুটি দেশের
মধ্যে অবিলম্বে
পণ্যবাহী কনটেইনার
ট্রেন সার্ভিস
প্রবর্তনের প্রয়োজন
পুনর্ব্যক্ত করেছে
ভারতের রেলওয়ে। তারা
মনে করে, এই সেবা চালু
হলে সীমান্তপথে পণ্য
পরিবহন ও সার্বিক
লেনদেনের খরচ কমিয়ে
আনা সম্ভব হবে।
এ ছাড়া উভয় রেল
কর্তৃপক্ষ আসামের
নুমালিগড়
পেট্রোলিয়াম
শোধনাগার থেকে
রোহনপুর ও সিংহবাদ হয়ে
বাংলাদেশের
পার্বতীপুরে
পেট্রোলিয়াম পণ্য
পরিবহনে সম্মত হয়েছে।
