নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে দুই রেস্তোরাঁ ও একটি মিষ্টির কারখানাকে ৯ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও খাদ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবাহারের দায়ে প্রিন্স রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানাকে ৯ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।