নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: রবিবার ঢাকা
আসছেন চীনের উপ-
প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং।
এদিন বিকাল ৫টা নাগাদ
তাকে বহনকারী বিমানটি
ঢাকায় হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে
এসে পৌঁছাবে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান
মাহমুদ আলী বিমানবন্দরে
উপস্থিত থেকে তাকে উষ্ণ
অভ্যর্থনা জানাবেন।
চীনের রাজনীতি ও
সরকারে অত্যন্ত
প্রভাবশালী লিউ ইয়ানদং
এখানে তিন দিন অবস্থান
করবেন। সফরের প্রথম দিনেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সঙ্গে তার সাক্ষাৎ হবে।
গণভবনে দুই নেতার বৈঠকের
ঢাকা-বেইজিং
সহযোগিতায় বিভিন্ন
বিষয়ে নতুন আরো ৪-৫টি
সমঝোতা সই হতে পারে। এর
বাইরে ঢাকা
বিশ্ববিদ্যালয় ও চীনের
একটি বিশ্ববিদ্যালয়ের
মধ্যে একটি চুক্তি সইয়ের
প্রস্তুতি রয়েছে।
