নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: হজরত শাহজালাল
আন্তর্জাতিক
বিমানবন্দরের ফরেন
পোস্ট অফিস থেকে দুই
হাজার পিছ যৌনউত্তেজক
আমদানি নিষিদ্ধ ট্যাবলেট
উদ্ধার করেছে কাস্টমস
কর্তৃপক্ষ।
শনিবার দুপুর দেড়টার
দিকে কাস্টমস
কর্তৃপক্ষের একটি দল
গোপন সংবাদের
ভিত্তিতে
ট্যাবলেটগুলো উদ্ধার
করে।
কাস্টমসের সহকারী
কমিশনার শহীদুজ্জামান
সরকার এ তথ্য নিশ্চিত
করেন।
তিনি বলেন, যৌন
উত্তেকজক
ট্যাবলেটগুলো হংকং
থেকে ড্রাগন
এয়ারলাইন্সে করে আনা হয়।
আমদানি নিষিদ্ধ হওয়ায়
এগুলো জব্দ করা হয়েছে।
তবে কারা এর সঙ্গে জড়িত
সে বিষয়ে অনসন্ধান চলছে
বলে জানান তিনি।
