হাই কোর্টের এক বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে তার স্ত্রীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগে এসবির এক কর্মকর্তাকে পুলিশে দেওয়া হয়েছে।
বুধবার হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত এক আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ডেকে আদালতে উপস্থিত এসবির এএসআই সালামকে পুলিশে সোপর্দ করতে বলে।
হাই কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ওই পুলিশ সদস্যের দুই হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগটি এদিন সকালে আদালতপাড়ায় আলোচনায় আসে।
এএসআই সালাম সকালে আদালতে উপস্থিত হলে বিচারক তাকে পুলিশে দিতে বলেন।
আদালতে হাজির হওয়ার পর এএসআই দোষ স্বীকার করেন। পরে বিচারক হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদারকে ডেকে এনে এএসআই সালামকে পুলিশের হাতে তুলে দিতে বলেন। এর পর কামাল হোসেন এএসআইকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেন।
পাশাপাশি তাকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন বিচারপতি কাজী রেজা-উল হক।
এদিকে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে পাসপোর্ট অফিসের অনিয়ম ও দুর্নীতির ওপর আয়োজিত গণশুনানিতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজেও বলেছেন, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনে টাকা নেওয়া যেন নিয়মে পরিণত হয়েছে।
ওই অনুষ্ঠানে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান পাসপোর্ট সেবা পেতে জনগণ হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছে স্বীকার করে মো. মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট তৈরিতে যেসব সমস্যা হচ্ছে এর বেশিরভাগই পুলিশ ভেরিফিকেশনের কারণে। শিগগিরই সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে নেয়া হবে।