বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে পরোয়ানার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে বিক্ষোভ করবে বিএনপি।
শনিবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
এদিকে এই গ্রেপ্তারি পরোয়ানায় জামিন নিতে আগামীকাল মঙ্গলবার আদালতে যাবেন বেগম জিয়া।
এছাড়া আজ দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
