জনতার বাণী,সবার কথা বলে-শ্রোগানকে সামনে রেখে পথ চলে। আজ তারই ধারাবাহিকতায় জাতির জাতীয় চেতনাকে বিনম্র শ্রদ্ধা জানায়। ২৫ মার্চ কালো রাতের শহীদের আত্নার মাগফিরাত কামনা করে এরং শহীদি চেতনায় উজ্জিবীত হবার আহবান ব্যাক্ত করে। বাংলার ১৬ কোটি জনতাকে স্বাধীনতা দিবসের সুভেচ্ছা।
