নিজস্ব
প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা:
অ্যাটর্নি
জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল
বিভাগে মীর কাসেমের রায় বহাল থাকায় আমি
প্রত্যাশিত ফল পেয়েছি। আমরা আগেই আশা
করেছিলাম ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে
মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দিয়েছে তা আপিল
বিভাগেও বহাল থাকবে। সেটাই হয়েছে।
প্রত্যাশিত রায় পেয়েছি।
মঙ্গলবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর
নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল
রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর
সংবাদ সম্মেলন করে অ্যাটর্নি জেনারেল এ কথা
বলেন।