নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
গাজীপুর: গাজীপুরের
শ্রীপুর উপজেলায় দুইশ
পিস ইয়াবাসহ বরমী
ইউনিয়নের ২ নম্বর
ওয়ার্ডের সদস্য
শামীমকে আটক করেছে
পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে
৭টার দিকে বরমী
ইউনিয়নের ঠাকুরতলা
গ্রাম থেকে তাকে আটক
করা হয়।
গাজীপুর গোয়েন্দা
পুলিশের ওসি মো. আমির
হোসেন ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান,
শামীম ও তার চাচাতো
ভাই সাইফুল ইসলাম
দীর্ঘদিন ধরে এলাকায়
মাদক বিক্রি করে
আসছিল।
গোপন সংবাদের
ভিত্তিতে ওই গ্রামে
অভিযান চালিয়ে
ইয়াবাসহ সুন্দর আলীকে
আটক করে থানায় আনা
হচ্ছিল। খবর পেয়ে ৫/৬ জন
সহযোগীকে নিয়ে শামীম
রাস্তায় পুলিশকে
থামায় এবং তর্কে
জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে সুন্দর আলী
পালিয়ে যাওয়ার সুযোগ
পায়। পরে শামীমের দেহ
তল্লাশি করে তার
কাছেও দুইশ ইয়াবা
পাওয়া যায়। পরে তাকে
থানায় নিয়ে আসে
পুলিশ।
