বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘জনতার বাণী’তে (আপাতত অনলাইন) প্রতিনিধি নিয়োগ চলছে।
জনতার বাণী অনলাইন সংস্করণ পাঠক সমাজে খুব ভালো গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় জনতার বাণী পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই মেইলে। ই-মেইল: [email protected]
• সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই মেইলেই রিপ্লাই দেয়া হবে।
•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
•আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/ নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
•প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।
•নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
•অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
• নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
• প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
• একাধিক অনলাইন পত্রিকায় কাজ করা যাবে না।
বি:দ্র: আবেদন পত্রের সাথে অবশ্যই প্রাতিষ্ঠানিক সনদ ও চারিত্রিক সনদ পাঠাতে হবে। জনতার বাণী পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। জনতার বাণী পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন। বিস্তাতির জানতে পত্রিকা ভিজিট করুন।
####. ভবিষ্যতে জনতার বাণী পত্রিকা প্রতিষ্ঠানের অন্যান্য ব্যবসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার মনমানসিকতা থাকতে হবে।
নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/janatarbani.news লাইক দিয়ে সঙ্গে থাকবেন।