জনতার বাণীডেস্ক:
ছোটখাটো নয়, বরং বড় প্রকল্পেই বিনিয়োগে
আগ্রহী এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক-
এআইআইবি। একশো মিলিয়ন ডলারের বেশি ব্যয়ের
প্রকল্পই সেক্ষেত্রে তাদের পছন্দ।
ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে
এসব জানান এআইআইবি প্রেসিডেন্ট জিন লিকুন।
বাংলাদেশ উন্নয়নের সঠিক পথে থাকলেও
সমন্বয়হীনতাই এখানে বড় বাধা বলে মনে করেন
তিনি।
বিশ্বে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নে
কয়েক দশক ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র
কেন্দ্রিক বিশ্বব্যাংক আর জাপানের অর্থায়নে
এশীয় উন্নয়ন ব্যাংক। তবে তাদের প্রভাব খর্ব
করতে গত বছর চীনের চীনের নেতৃত্বে
গড়ে ওঠে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক-
এআইআইবি- নামের নতুন প্রতিষ্ঠান। এশিয়ার পর
ইউরোপের অনেক দেশ এর সদস্য হলেও
এখনও মুখ ফিরিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও জাপান।
বাংলাদেশ ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য। বাংলাদেশ
উন্নয়ন ফোরামের সম্মেলনে যোগ দিতে
প্রথমবারে মতো ঢাকা এসেছেন এআইআইবি’র
প্রেসিডেন্ট জিন লিকুন। বাংলাদেশের উন্নয়ন নিয়ে
তিনি কথা বলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের
সঙ্গে। অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে সুবিধা
দিতে চায় এআইআইবি। তবে তা কেবলই মেগা
প্রকল্পে। বিশ্বব্যাংক বা এডিবির মতো দারিদ্র
বিমোচন কিংবা মানবসম্পদ উন্নয়নে এআইআইবির
আগ্রহ নেই বলে জানান জিন লিকুন।
