রাজধানীর মগবাজারে একটি বাসা থেকে বাবা খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও ছেলে শাহাদাত ইসলাম আরিনের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে তাদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে হাতিরঝিল থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ রাইজিংবিডিকে বলেন, খবর পেয়ে রাত ৮ টার দিকে নয়াটোলার একটি বাসা থেকে ওই দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ছেলে আরিন মানসিক প্রতিবন্ধী। এ জন্য বিভিন্ন সময় তার চিকিৎসা চলছিল। আর বাবার সম্প্রতি ব্যবসায় মন্দা যায়। মানসিকভাবে ভেঙে পড়েন। মৃত্যুর কারণ এটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, খাইরুল ইসলাম পাঁচ তলা বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী নাজমুন্নাহার নুপুর তাদের সঙ্গে থাকেন। তবে ঘটনার আগে তিনি বাজারে যান। বাজার থেকে ফিরে এসে দেখেন দরজা বন্ধ। এরপরই তিনি চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন বেরিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে ওই দুই জনের লাশ উদ্ধার করে।