নিউজ ডেস্ক
জনতার বাণী,
ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী
হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
শনিবার এক বার্তায় এ সন্ত্রাসী হামলার নিন্দা
জানানোর পাশাপাশি হতাহতের ঘটনায় শোক
প্রকাশ করেছেন তারা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন,
‘বার্তায় রাষ্ট্রপতি সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র
নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হতাহতের ঘটনায়
গভীর শোক প্রকাশ করেছেন।’
ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো অপর এক বার্তায়
শেখ হাসিনা বলেছেন, ‘প্যারিসে বিভিন্ন স্থানে
সন্ত্রাসী হামলায় বহু নিস্পাপ মানুষ নিহত ও আহত
হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত।’
বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এই
সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং ফ্রান্সের
সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন
তিনি।
শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাসী সন্ত্রাসীই,
তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই; সভ্য সমাজে
অবশ্যই তাদের কোনো জায়গা হবে না।’
সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধে
ফ্রান্সের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন
বাংলাদেশের সরকার প্রধান।
ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় শুক্রবার
রাতে ভয়াবহ বোমা হামলায় দেড় শতাধিক মানুষ
নিহত হয়েছেন। এর মধ্যে একটি কনসার্টে হামলা ও
জিম্মির ঘটনায় মারা গেছেন কমপক্ষে ১১০ জন।
উদ্ভুত পরিস্থিতিতে ইউরোপের এই দেশটিতে জরুরি
অবস্থা জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
ফাঁসোয়া ওঁলাদ। ইতিমধ্যে দেশটির সব সীমান্ত বন্ধ
করে দেয়া হয়েছে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের
পর ফ্রান্সে এটাই বড় ধরনের কোনো হামলা।
