নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
গোপালগঞ্জ:
গোপালগঞ্জের একটি
গ্রামে প্রভাব বিস্তারকে
কেন্দ্র করে লাক্কু মোল্লা
(৬৩) নামে সাবেক এক
সেনা সদস্যকে কুপিয়ে
হত্যা করেছে প্রতিপক্ষের
লোকজন।
মঙ্গলবার ভোরে সদর
উপজেলার শশাবাড়িয়া
গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় তার বড় ভাই ইউনিয়ন
পরিষদ (ইউপি) সদস্য মাক্কু
মোল্লা আহত হয়েছেন।
তাকে সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
জাকির হোসেন মোল্লা
বিষয়টির সত্যতা নিশ্চিত
করে জানান, এলাকায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র
করে বর্তমান ইউপি সদস্য
মাক্কু মোল্লা এবং সাবেক
ইউপি সদস্য খোকন মোল্লার
মধ্যে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে মঙ্গলবার
ভোরে লাক্কু মোল্লাকে
কুপিয়ে আহত করে
প্রতিপক্ষের লোকজন। গুরুতর
অবস্থায় গোপালগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করা
হলে সেখানে
চিকিৎসাধীন অবস্থায় তার
মৃত্যু হয়।
এ ঘটনায় চার নারীকে আটক
করেছে পুলিশ। তাৎক্ষণিক
তাদের নাম-পরিচয় জানা
যায়নি।
সংঘর্ষের পর ওই এলাকায়
অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে
বলে ওসি জানান।
