Home > জাতীয় > করোনায় মৃত্যু ৪ হাজার ছুঁইছুঁই

করোনায় মৃত্যু ৪ হাজার ছুঁইছুঁই

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৩ জনে।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২ জনের নতুন পরীক্ষা করে ২ হাজার ৪৮৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩১ জন, নারী ১১ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৬ জন, বরিশালে ১ জন, রংপুরে ২ জন ও ময়মনসিংহে ২ জন।

তবে সিলেট বিভাগে এ সময়ে কোভিড-১৯ রোগে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ