Home > জাতীয় > চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর সোমবার

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর সোমবার

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (২৪ মে) ৩০ রমজান পূর্ণ এবং সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও কমিটির সহ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির সদস্যসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে কিনা সারাদেশ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খবর নেওয়া হয়। কিন্তু দেশের কোথাও চাঁদ উদিত হওয়ার খবর পাওয়া যায়নি।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ