Home > জাতীয় > করোনায় মারা যাওয়া ২১ জন যে অঞ্চলের

করোনায় মারা যাওয়া ২১ জন যে অঞ্চলের

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে আরও ২১ জনের মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ‌্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা সিটিতে সাতজন ও ঢাকা জেলার দুইজন; নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা জেলায় দুইজন করে ছয়জন; আর নরসিংদী, চট্টগ্রাম, চাঁদপুর, শেরপুর, বাগেরহাট ও ঝালকাঠিতে একজন করে মারা যান।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৭০ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে আরও ১ হাজার ২৫১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জনে দাঁড়িয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। যার মা‌ধ‌্যমে এ পর্যন্ত মোট সুস্থ হলেণ ৪ হাজার ৯৯৩ জন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ