(স্টাফ রিপোর্টার) ঢাকা: বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বলেছেন, বিএনপি কোন সম্প্রদায়ীক দল নয়,
বিএনপি সকল ধর্মে বিশ্বাসী একটি দল।
সোমবার রাতে রাজধানীর গুলশানে
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শ্রীকৃষ্ণের
জন্মাষ্টমী উপলক্ষে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
কল্যাণ ফ্রন্ট’ ‘ আয়োজিত এক শুভেচ্ছা বিনিময়
অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশ্যে খালেদা
জিয়া বলেন, তাই হিন্দু সম্প্রদায়কে তাদের বিবেক,
চিন্তা ও চেতনার পরিবর্তন করে আওয়ামী লীগ
ছেড়ে আসতে হবে। হিন্দু পরিবারগুলোকে
বুঝাতে হবে শুধু নৌকা ও আওয়ামী লীগ বললেই
হবে না। তাদের বুঝতে হবে বিএনপি সকল ধর্মে
বিশ্বাসী একটি দল।
তিনি বলেন, ২১ শতকে এসে পুরোনো চিন্তা
করলে আপনারা ভুল করবেন। তাই আপনাদের
বিবেক ও চেতনার পরিবর্তন করতে হবে। আর এ
জন্যই আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি।’
খালেদা বলেন, সংখ্যালঘু বলে কোন কথা নেই।
আমরা সকলে বাংলাদেশি। আমাদের সময় মন্দির
ভিত্তিক পাঠাগার হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির দলটির স্থায়ী
কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান
শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক মন্ত্রী
নিতাই রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিতাই
চন্দ্র ঘোষ প্রমুখ।