ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের প্রতিবেশি মরহুম জমিলা আসিফুন হক সুমনের পরিবারের সদস্যদের সান্তনা দিতে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জমিলা আসিফুন হক সুমনের ধানমন্ডির বাসায় যান তিনি।
সুমন শ্যামলীর জমিলা-আইনুল আনন্দ স্কুলের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিবারের প্রতিবেশি ছিলেন।
সোমবার (১০ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে মারা যান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা প্রায় ১ ঘণ্টা সুমনের বাসভবনে অবস্থান করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সুমনের পরিবারের সদস্যরা তাদের মনে রাখা এবং বাসভবনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।