নিউজ ডেস্ক
জনতার বাণী,
ঢাকা: সৌদি আরবে এক
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ জন
বাংলাদেশি নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরো
২৭ জন। তাদের বেশিরভাগই
বাংলাদেশি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময়
দিবাগত রাত ৩টার দিকে এ
দুর্ঘটনা ঘটে বলে জানায়
এনটিভি।
প্রতিবেদনে বলা হয়,
রাজধানী রিয়াদ থেকে ১৯০
কিলোমিটার দূরে মাজমা
এলাকায় একটি ট্রাকের
চাকা বিস্ফোরণে হতাহতের
এ ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের মাজমার
কিং খালেদ জেনারেল
হাসপাতালে ভর্তি করা
হয়েছে। তাৎক্ষণিকভাবে
তাদের পরিচয় পাওয়া
যায়নি।
হাসপাতাল সূত্রের বরাত
দিয়ে প্রতিবেদনে বলা হয়,
হতাহত ব্যক্তিদের সবাই
সৌদি আরবে সিটি
করপোরেশনের
পরিচ্ছন্নতাকর্মী। কাজ শেষে
বাসায় ফেরার পথে তাদের
বহনকারী ট্রাকের সামনের
চাকাটিতে বিস্ফোরণ ঘটে।
এতে গাড়িটি নিয়ন্ত্রণ
হারিয়ে একটি সেতুর নিচে
পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন হতাহত
ব্যক্তিদের উদ্ধার করে
হাসপাতালে নিলে কর্তব্যরত
চিকিৎসক নয়জনকে মৃত ঘোষণা
করেন।
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে
বাংলাদেশের পররাষ্ট্র
মন্ত্রণালয় কিংবা রিয়াদে
বাংলাদেশ দূতাবাসের পক্ষ
থেকে কোনো বক্তব্য পাওয়া
যায়নি।
