নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: প্রধান বিচারপতি
সুরেন্দ্র কুমার সিনহা
বলেছেন, অন্যান্য
প্রতিষ্ঠানের মতোই
প্রয়োজনবোধে বিচার
বিভাগেরও ন্যায্য
সমালোচনা হতে পারে।
কিন্তু অনুচিৎ অথবা
দায়িত্বহীন সমালোচনা
বিচার বিভাগের জন্য
অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।
শনিবার সকালে বঙ্গবন্ধু
আন্তর্জাতিক সম্মেলন
কেন্দ্রে ‘ডিজিটালাইজেশন
অব বাংলাদেশ
জুডিশিয়ারি’ শীর্ষক এক
সেমিনারে তিনি এ মন্তব্য
করেন।
জাতিসংঘের উন্নয়ন সংস্থা
ইউএনডিপি ও বাংলাদেশ
সরকারের সহযোগিতায় এ
সেমিনারের আয়োজন করে
সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি বলেন,
‘দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে
আইনের শাসন। এটি মাথায়
রেখেই সকল সিদ্ধান্ত নেয়া
উচিৎ।’
এসময় আরো উপস্থিত ছিলেন-
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক,
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক, প্রধানমন্ত্রীর
কার্যালয়ের মুখ্যসচিব আবুল
কালাম আজাদ, জাতিসংঘের
আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াট
কিনশ প্রমুখ।