নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: টাইম স্কেল,
সিলেকশনসহ গ্রেড ও
বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা
বহাল রেখে সর্বনিম্ম ১৬,০০০
টাকা স্কেল নির্ধারণসহ
কর্মচারীদের সিলেকশন
গ্রেড প্রদানের দাবি
জানিয়েছে বাংলাদেশ
চতুর্থ শ্রেণী সরকারি
কর্মচারী সমিতি।
শুক্রবার দুপুরে জাতীয়
প্রেসক্লাবে সুপারিশকৃত
বৈষম্যমূলক বেতন স্কেল
পুনর্বিবেচনাসহ টাইম স্কেল
প্রথা বহাল এবং চতুর্থ
শ্রেণীর কর্মচারীদের জন্য
সিলেকশন গ্রেড
বাস্তবায়নের দাবিতে
সংবাদ সম্মেলনে এই দাবি
জানানো হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত
সভাপতি আমিনুর রহমান
লিখিত বক্তব্যে বলেন,
কর্মচারীদের পদোন্নতির
সুযোগ সীমিত থাকার
কারণে সরকার টাইম স্কেল
ও সিলেকশসহ গ্রেড প্রথা
প্রবর্তন করেন।
তিনি বলেন, সরকারি
কর্মচারীরা দীর্ঘদিন
থেকে টাইম স্কেলের
সুবিধা ভোগ করে আসলেও
চতুর্থ শ্রেণীর সকল
কর্মচারীরা সিলেক
গ্রেডের সুবিধা পাচ্ছেন
না। কিন্তু দুঃখের বিষয়
প্রস্তাবিত পে-স্কেলের
রিপোর্টে টাইম স্কেল,
সিলেকশন গ্রেড ও বাৎসরিক
ইনক্রিমেন্ট প্রথা বাদ
দেয়ার সুপারিশ করা
হয়েছে।
আমিনুর রহমান বলেন, চতুর্থ
শ্রেণীর কর্মচারীদের জন্য
প্রস্তাবিত স্কেলে এক
গ্রেডে থেকে অন্য
গ্রেডের আর্থিক ব্যবধান
মাত্র ২৫০ টাকা করা
হয়েছে, যা ইনক্রিমেন্টের
চেয়েও কম।
আর্থিক কার্পণ্যতা করে
জাতীয় বেতন স্কেলের
সুপারিশ করায় কর্মচারীদের
মাঝে হতাশা, তীব্র
অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি
হয়েছে বলেও জানান
তিনি।
এ সময় আরো উপস্থিত
ছিলেন- সংগঠনের
মহাসচিব মতিউর রহমান,
অতিরিক্ত মহাসচিব আবুল
হাসেম, যুগ্ম-মহাসচিব আবু
বকর সিদ্দিক, নুর আলম, বশিউর
রহমান প্রমুখ।
