কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।
রোববার বিকাল ৫টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৭৩ হাজার ৭ শত ৬২ জনের নিবন্ধন করা হয়েছে।
সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, রোববার কুতুপালং -১ ক্যাম্পে ১ হাজার ৮৫৭ জন পুরুষ, ১ হাজার ৫৮৫ জন নারী মিলে ৩ হাজার ৪৪২ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮৪৫ জন পুরুষ, ৭৪১ জন নারী মিলে ১ হাজার ৫৮৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৫৩৪ জন পুরুষ, ৭০৫ জন নারী মিলে ১ হাজার ২৩৯ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ১১৬ জন পুরুষ, ৬১৩ জন নারী মিলে ১ হাজার ৭২৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৫১৫ জন পুরুষ, ৬৩৬ জন নারী মিলে ২ হাজার ১৫১ জন, লেদা ক্যাম্পে ৭১৭ জন পুরুষ, ৯৬১ জন নারী মিলে ১ হাজার ৬৭৮ জন এবং পুরো দিনে ৬টি কেন্দ্রে মোট ১১ হাজার ৮২৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
প্রসঙ্গত, পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
এর আগে ১২ অক্টোবর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে মোট ১ লাখ ৩৮ হাজার ৬৮৭ জনের নিবন্ধন করা হয়েছে।
সে হিসেবে মাত্র তিনদিনের ব্যবধানে ৩৫ হাজার ৭৫ জন রোহিঙ্গা নাগরিকের বায়োমেট্রিক নিবন্ধন হলো।