জনতার বাণী, নিউজ ডেস্ক:
ঢাকা: সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন।
রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। বিকেল ৪টায় মোদি-খালেদার বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে মোদি সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সোয়া তিনটার দিকে রওশন সোনারগাঁওয়ে প্রবেশ করেছেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম,নজরুল ইসলাম খান ও ড. মঈন খান, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।
বাংলাদেশে গত বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত মোদি-খালেদা বৈঠকের দিকে এখন সবার চোখ।
সূত্র জানায়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদির সহায়তা চাইতে পারে বিএনপি।
-সূত্র: rtnn.net