নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: রবিবার এক ফ্রেমে
ধরা পড়েছেন শান্তিতে দুই
নোবেল বিজয়ী। একজন
বাংলাদেশের ড. মুহাম্মদ
ইউনূস। অপরজন ভারতের
কৈলাশ সত্যার্থী।
রবিবার রাতে এক
প্রেসবিজ্ঞপ্তিতে ছবিসহ
বিখ্যাত এই দুই ব্যক্তির
সাক্ষাতের কথা
জানিয়েছে ইউনূস সেন্টার।
ছবিতে দুজন পরস্পরকে
জড়িয়ে ধরে হাসতে দেখা
যাচ্ছে।
অর্থনীতিবিদ ও গ্রামীণ
ব্যাংকের প্রতিষ্ঠাতা ড.
মুহম্মদ ইউনূস শান্তিতে
নোবেল পান ২০০৬ সালে,
যৌথভাবে গ্রামীণ
ব্যাংকের সঙ্গে।
আর বাংলাদেশ সফররত
ভারতের বিশিষ্ট শিশু
অধিকারকর্মী কৈলাশ
সত্যার্থী শান্তিতে
নোবেল পুরস্কার পেয়েছেন
২০১৪ সালে। তিনিও
যৌথভাবে পাকিস্তানের
মালালা ইউসুফ জাইয়ের
সঙ্গে এই সম্মানজনক পুরস্কার
পান।
কৈলাশ সত্যার্থী বর্তমানে
বাংলাদেশ সফরে
রয়েছেন। রবিবার সকালে
তিনি রাজধানীর
এলজিইডি মিলনায়তনে
শিক্ষার অধিকার বিষয়ে
জাতীয় সম্মেলনে বক্তব্য
দেন।
কৈলাশ সত্যার্থী বলেন,
‘শিক্ষা সবার জন্মগত
অধিকার। তাই সকলের জন্য
সমান শিক্ষার অধিকার
নিশ্চিত করা প্রয়োজন।
পাশাপাশি শিক্ষার গুণগত
মানও নিশ্চিত করার দিকে
মনোযোগ দিতে হবে।’
