নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: প্রশাসনে ৯
অতিরিক্ত সচিব ও ২৭
যুগ্মসচিব পদে রদবদল আনা
হয়েছে। জনপ্রশাসন
মন্ত্রণালয় থেকে রবিবার এ
বিষয়ে আদেশ জারি করা
হয়।
অতিরিক্ত সচিবদের মধ্যে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য
মো. নজরুল ইসলামকে
বাংলাদেশ বিজ্ঞান ও
শিল্প গবেষণা পরিষদের
(বিসিএসআইআর)
চেয়ারম্যান, বিশেষ
ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওএসডি) অতিরিক্ত সচিব
মুহাম্মদ আব্দুস সামাদকে
বাংলাদেশ অর্থনৈতিক
অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী
সদস্য ও ওএসডি অতিরিক্ত
সচিব মো. কফিল উদ্দিনকে
ন্যাশনাল ল্যান্ড জোনিং
প্রজেক্টের প্রকল্প পরিচালক
নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরবর্তী পদায়নের
জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে
ন্যস্ত অতিরিক্ত সচিব
শামীমা সুলতানা,
বিনিয়োগ বোর্ডের
নির্বাহী সদস্য দীলিপ
কুমার দাস, ভূমি রেকর্ড ও
জরিপ অধিদফতরের
পরিচালক ফায়কুজ্জামান
চৌধুরীকে ওএসডি করা
হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত
ওএসডি অতিরিক্ত সচিব
মো. এনামুল হককে শিল্প
মন্ত্রণালয়ে, ওএসডি
অতিরিক্ত সচিব মো.
কামাল উদ্দিন
তালুকদারকে পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে
ও ডা. আফতাবুন্নাহার
মাকসুদাকে মৎস্য
মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব হিসেবে বদলি করা
হয়েছে।
অপরদিকে তিনটি আদেশে
২৭ যুগ্মসচিব পদে রদবদল আনা
হয়েছে। সকল আদেশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের
ওয়েবসাইটে
