Home > জাতীয় > সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধের বিষয়ে কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধের বিষয়ে কর্মশালা

ঢাকা প্রতিনিধি: বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধে জাতিসংঘের নীতিমালা নিয়ে দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের জাতিসংঘ উইং ও জাতিসংঘের দ্য কাউন্টার-টেরোরিজম ইম্প্লিমেন্টেশন টাস্ক ফোর্স (সিটিআইটিএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

‘ডেজিগনেশন অ্যান্ড অ্যাসেট ফ্রিজিং আন্ডার ইউএন সিকুরিটি কাউন্সিল রিজ্যুলেশনস (ইউএনএইচসিআর) ১২৬৭ অ্যান্ড ১৩৭৩’ শীর্ষক কর্মশালায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদফতর, বাংলাদেশ পর্যটন করপোরেশন, সিভিল এভিয়েশন, কোস্টগার্ড, বিজিবি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নিয়েছেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ