Home > জাতীয় > মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬৭

মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬৭

নিজস্ব সংবাদদাতা
জনতার বাণী,
মক্কা: প্রত্যেক দিনই বেড়ে চলেছে সৌদি আরবের
মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির
সংখ্যা। সর্বশেষ এই সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে।
সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন বৃহস্পতিবার
জানিয়েছিল মোট ৬১ জন বাংলাদেশি হাজি মারা
গেছেন।
সেটি শুক্রবার এক লাফে ৬৭ হয়েছে। নিহতরা সবাই
গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল
এ কে এম শহীদুল করিম এসব তথ্য জানিয়েছেন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
গোলাম মসিহ জানান, এখনো বিভিন্ন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৯৪ জন বাংলাদেশি।
এদিকে, নিহত কিছু হাজির মরদেহ চিহ্ণিত করে
তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে মক্কাতেই দাফন
করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ মিশন।
কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের
কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত
করতে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানানো
হয়েছে।
এদিকে, পদদলিতের ঘটনায় এখনো ১১৬ জন
বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনদের
মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করার
জন্য অনুরোধ করা হয়েছে।
সেই সঙ্গে মৃতদেহ সনাক্ত করতে সহায়তার জন্য ১০৭
নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন করা
যাবে ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০ এই নম্বরে। এছাড়া
হাজিদের পরিচয় জানতে ই-মেইল করা যাবে
[email protected] এই ঠিকানায়।
গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার
দিকে মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর
নিক্ষেপের জন্য মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে
হতাহতের ঘটনা ঘটে।
মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের এ ঘটনায়
নিহত ১১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব।
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের
বেশি মানুষ মক্কায় হজ পালন করতে যান।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ