Home > জাতীয় > বিশ্বের ‘অসহিষ্ণু’ দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ

বিশ্বের ‘অসহিষ্ণু’ দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ

স্টকহোম: বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু দেশের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম।

সুইডেনের অর্থনীতিবিদদের পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ট্রেলিগ্রাফ।

এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু দেশের তালিকায় প্রথমে আছে ভারত। এরপর জর্ডান ও বাংলাদেশ।

আর সবচেয়ে সহিষ্ণু দেশের মর্যাদা পেয়েছে ব্রিটেন।

‘ওয়ার্ল্ড ভ্যালুস সার্ভে’ নামের জরিপটিতে বিশ্বের ৮০টির বেশি দেশের উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয় যে তারা কোন ধরনের লোকদের প্রতিবেশী হিসেবে চান না।

জবাবে ভারত, বাংলাদেশ এবং হংকংয়ের ৪০ ভাগের বেশি উত্তরদাতা জানান যে তারা ভিন্ন জাতির বা বর্ণের কাউকে প্রতিবেশী হিসেবে চান না।

জরিপে সবচেয়ে সহিষ্ণু দেশের মর্যাদা পেয়েছে ব্রিটেন। তার সাথে রয়েছে দেশটির সাবেক উপনিবেশ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ল্যাটিন আমেরিকার দেশগুলোও বৈচিত্রময় বর্ণের প্রতিবেশীদের আলিঙ্গন করতে প্রস্তুত।

জরিপে বলা হয়েছে, ভারতের ৪৩.৫ শতাংশ লোক বলেছে, তার ভিন্ন জাত বা বর্ণের প্রতিবেশী হিসেবে দেখতে চান না। জর্ডানে এই সংখ্যা ৫১.৫ এবং হংকং ও বাংলাদেশ ৭০ শতাংশ।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ