Home > জাতীয় > দেবী বিসর্জন আজ

দেবী বিসর্জন আজ

নিজেস্ব প্রতিবেদক, জনতারবাণী: হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা প্রায় শেষ। বাবার বাড়ি থেকে দেবী দুর্গার এখন স্বামীগৃহে ফেরার পালা।

শুক্রবার বিজয়া শোভাযাত্রার মাধ্যমে দুর্গাকে বিসর্জন দেওয়া হবে। এর মধ্যদিয়ে শেষ হবে হিন্দুদের পাঁচ দিনের এই উৎসব।

গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমীর পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হয়। আজ দিনভর রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে মূর্তি নিয়ে ঢাকেশ্বরীতে হাজির হবেন ভক্তরা। বিকেল চারটায় ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হবে।

নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরান ঢাকার ওয়াইজঘাটে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। এরপর বুড়িগঙ্গায় দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রচলিত পঞ্জিকামতে পূজা করলেও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, রামকৃষ্ণ মঠ ও মিশনে পূজা অনুষ্ঠিত হয়। সে অনুসারে বৃহস্পতিবার ঢাকা রামকৃষ্ণ মিশনে শুধু মহানবমী পূজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাতটায় এই পূজামণ্ডপে বিজয়া দশমী পূজা শুরু হবে। সকাল সাড়ে আটটায় হবে দর্পণ বা প্রতীকী বিজর্সন। এরপর বিকেলে মূর্তি বিসজর্নের পালা।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ