Home > জাতীয় > জিয়ার মৃত্যুবার্ষিকীতে ১৫ দিনের কর্মসূচি বিএনপির

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ১৫ দিনের কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: ৩০ মে প্রয়াত
রাষ্ট্রপতি ও বিএনপির
প্রতিষ্ঠাতা জিয়াউর
রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী
উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি
ঘোষণা করেছ বিএনপি।
শুক্রবার বিকেলে গুলশানে
চেয়ারপারসনের
রাজনৈতিক কার্যালয়ে
আয়োজিত সংবাদ
সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা
করেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য নজরুল ইসলাম
খান।
২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত
ঘোষিত এসব কর্মসূচির মধ্যে
রয়েছে আলোচনা সভা,
কালো ব্যাজ ধারণ, মিলাদ
ও দোয়া ‍মাহফিল, দুস্থদের
মাঝে খাবার বিতরণ
ইত্যাদি।
সংবাদ সম্মেলনে
জানানো হয়, জিয়াউর
রহমানের মৃত্যুবার্ষিকীতে
২৭ মে আলোচনা সভা করবে
মহিলা দল। এরপর ২৮ মে
রাজধানীর ইঞ্জিনিয়ার
ইনস্টিউটশনে বিএনপির
উদ্যোগে আলোচনা সভার
আয়োজন করা হবে। ওই দিন
দেশের সব মহানগর, জেলা ও
উপজেলা পর্যায়েও
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী
সংগঠনের উদ্যোগে
আলোচনা সভার আয়োজন
করা হবে। পরের দিন ২৯ মে-
ও থাকছে দেশব্যাপী
আলোচনা সভা।
৩০ মে জিয়াউর রহমানের
মৃত্যুবার্ষিকীর দিন তার
সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা
নিবেদনের পর সমাধি
প্রাঙ্গণে পবিত্র
কোরআনখানি, মিলাদ
মাহফিলের আয়োজন করা
হবে। এরপর প্রয়াত এ
রাষ্ট্রপতির রুহের
মাগফিরাত কামনা করে
বিশেষ দোয়া করা হবে।
এদিন নয়াপল্টনের কেন্দ্রীয়
কার্যালয়সহ দলের সবগুলো
কার্যালয়ে বিএনপির দলীয়
পতাকা অর্ধনমিত রাখা
হবে। পাশাপাশি উত্তোলন
করা হবে কালো পতাকা।
এছাড়া, নেতাকর্মীরা
ধারণ করবেন কালো ব্যাজ।
৩০ মে থেকে ১ জুন পর্যন্ত
তিন দিন দেশব্যাপী গরিব-
দুস্থদের মাঝে খাবার
বিতরণ করবে বিএনপি।
রাজধানীতে এ কর্মসূচি
পালন করবে ঢাকা মহানগর
বিএনপি। ৩০ মে ঢাকা
মহানগর দক্ষিণে এবং ৩১ মে
ঢাকা মহানগর উত্তরে
দুস্থদের মাঝে খাবার
বিতরণ কর্মসূচিতে অংশ
নেবেন বিএপির
চেয়ারপারসন খালেদা
জিয়া।
১০ জুন পর্যন্ত স্বেচ্ছায়
রক্তদান কর্মসূচি, আলোচনা
সভা ও অন্যান্য কর্মসূচি
পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত
ছিলেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য ব্যারিস্টার
মওদুদ আহমদ, ভাইস
চেয়ারম্যান আবদুল্লাহ আল
নোমান, সেলিমা রহমান,
চেয়ারপারসনের উপদেষ্টা
অ্যাডভোকেট আহমেদ আযম
খান, যুগ্ম-মহাসচিব
মোহাম্মদ শাহজাহান,
মহিলা দল সভাপতি নূরী
আরা সাফা, বিএনপির সহ-
সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট আবদুস
সালাম, জাতীয়তাবাদী
সাংস্কৃতিক সংস্থার
(জাসাস) সভাপতি আবদুল
মালেক, শ্রমিক দল সভাপতি
আনোয়ার হোসাইন প্রমুখ।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ