ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢালিউড সিনেমা ছাড়াও যৌথ প্রযোজনার সিনেমাও রয়েছে।
যৌথ প্রযোজনার এ সিনেমাগুলো বাংলাদেশ ও কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যার কারণে দুই বাংলাতেই পরিচিত মুখ শুভ। এবার এ অভিনেতা চেন্নাই অর্থাৎ তামিলের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
নাম ঠিক না হওয়া এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এটি পরিচালনা করবেন বাংলাদেশের আব্দুল আজিজ।
এতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন শুভ। তার বিপরীতে অভিনয় করবেন চেন্নাই ইন্ডাস্ট্রির কোনো এক অভিনেত্রী। রাইজিংবিডিকে এমনটাই জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
সিনেমা প্রসঙ্গে আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে যে নায়িকা থাকবেন তার মুখমন্ডল দেখা যাবে না। সিনেমাটির গল্প এভাবেই সাজানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটির শুটিংয়ের জন্য প্রস্তুতি চলছে। সব কিছু ফাইনাল হলে সবাইকে জানাব। এখন এ পর্যন্তই জানাতে চাই।’
আরিফিন শুভ অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এছাড়া এ জুটি ‘ধ্যাততেরিকি’শিরোনামের সিনেমায় অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। এ দুটি সিনেমাই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা।