আ খ ম হাসান ও সমাপ্তী মাসুক দুই ভাই। তারা গ্রামের প্রভাবশালী মাস্তান।
আ খ ম হাসান ভালোবাসে তানজিকাকে। কিন্তু তানজিকা হাসানকে ছাড়াও আরো একজনের সঙ্গে গোপনে প্রেম করে বেড়ায়। এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ভিলেনদের ভালোবাসা’ শিরোনামের একক নাটক।
মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু।
এ নাটক প্রসঙ্গে রাইজিংবিডিকে সমাপ্তী মাসুক বলেন, ‘আমি আর আ খ ম হাসান দুই ভাই। আমার নাম ছোট বাবু আর আ খ ম হাসানের নাম বড় বাবু। হাসান গ্রামের মেয়ে তানজিকাকে ভালোবাসে। কিন্তু তানজিকা হাসানের সঙ্গে প্রেম করে এবং হিরো নামের আরো একজনের সঙ্গেও রয়েছে তার গোপনে প্রেম। তারপর দুই ভাই মিলে হিরোকে গ্রাম ছাড়া করার পরিকল্পনা করি। কিন্তু আমি হিরোর বোনের প্রেমে মশগুল হয়ে পড়ি।’
গত তিন দিন ধরে পুবাইলে এ নাটকের দৃশ্যধারণের কাজ চলছে। আজ শুট হলেই শুটিং সম্পন্ন হবে এ নাটকের। এছাড়াও নাটকটিতে আরো অভিনয় করছেন- স্বাগতা, জিতুসহ অনেকে।
ঈদুল আযহা উপলক্ষ্যে নির্মিতব্য এ নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই অভিনেতা।