Home > বিনোদন > ফাঁকা মাঠে গোল দেবেন হিরো আলম?

ফাঁকা মাঠে গোল দেবেন হিরো আলম?

সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। মিউজিক ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এবার নিজের প্রযোজনায় নির্মাণ করেছেন ‘সাহসী হিরো আলম’ নামে চলচ্চিত্র। আগামী ১৬ অক্টোবর সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন হিরো আলম।

এরই মধ্যে সিনেমাটি মুক্তির জন্য চলচ্চিত্র পরিবেশক ও প্রযোজক সমিতিতে নিবন্ধনও করিয়েছেন হিরো আলম। নিয়ম অনুযায়ী একই দিনে দুটি নতুন সিনেমা মুক্তির অনুমতি দেওয়া হয়। করোনার কারণে দীর্ঘদিন ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। ফলে অনেক দিন ধরে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। আগামী ১৬ অক্টোবর সিনেমা হল খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার। তারপরও এখন পর্যন্ত শুধু হিরো আলমের সিনেমাই মুক্তির তালিকায় রয়েছে। অর্থাৎ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই! আপাত দৃষ্টিতে ফাঁকা মাঠেই গোল দিতে যাচ্ছেন হিরো আলম। এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

‘সাহসী হিরো আলম’ সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন— সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।গাজীপুর, পুবাইল, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ