Home > বিনোদন > দেবকে ছাড়লেন রুক্মিনি

দেবকে ছাড়লেন রুক্মিনি

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।

ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিনি। কিন্তু এ পর্যন্ত দেবকে ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হননি এই অভিনেত্রী। প্রথমবার প্রেমিককে ছাড়া পর্দায় আসছেন তিনি। ‘সুইজারল্যান্ড’ নামে এ সিনেমায় আবির চ্যাটার্জির সঙ্গে জুটিবদ্ধ হবেন রুক্মিনি মৈত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এ প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ‘সুইজারল্যান্ড’ সিনেমাটি প্রযোজনা করবেন চিত্রনায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান। জিৎ অভিনীত ‘অসুর’ সিনেমা মুক্তির পর রুক্মিনির নতুন এ সিনেমার শুটিং শুরু হবে। এর মাধ্যমে চেনা জুটি ভেঙে নতুন পথে হাঁটবেন এই অভিনেত্রী।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ