Home > বিনোদন > অন্ধকারে পপির ‘কাটপিস’

অন্ধকারে পপির ‘কাটপিস’

নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে কাটপিস সিনেমার আগ্রাসন শুরু হয়। অশ্লীলতার কারণে সিনেমাপ্রেমী দর্শক হলবিমুখ হতে শুরু করেন। দেশীয় চলচ্চিত্রের সেই অন্ধকার সময় তুলে ধরে ‘কাটপিস’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক বুলবুল বিশ্বাস।

প্রধান চরিত্রে নায়িকা পপি অভিনয় করবেন বলেও জানানো হয়। ২০১৮ সালে সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে পপিকে আবেদনময়ী রূপে দেখা গেছে। তবে পোস্টারে নায়কের ছবি কিংবা নাম কোনোটিই প্রকাশ করা হয়নি।

দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই সিনেমার ক্যামেরা ওপেন হয়নি। আদৌ শুটিং হবে কিনা জানতে চাইলে পরিচালক বলেন, ‘সিনেমার কাজ আটকে গেছে। আপাতত শুটিং হচ্ছে না।’

এদিকে নায়িকা পপি জানান, প্রযোজক নিজেই এই সিনেমার নায়ক হতে চেয়েছেন। তাই ঝামেলা তৈরি হয়েছে। পেশাদার প্রযোজক না থাকায় চলচ্চিত্রের বারোটা বেজে যাচ্ছে! এই সংকট কাটিয়ে উঠে সিনেমার কাজ শুরু হবে কিনা বলতে পারছি না।

বুলবুল বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘রাজনীতি’ ২০১৭ সালে মুক্তি পায়। সিনেমাটি প্রশংসিত হয়। এরপরই তিনি ‘কাটপিস’ নির্মাণের ঘোষণা দেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ