ঢাকা: অপু ও ববিকে নিয়ে গানের শুটিং করার জন্য ব্যাংকক গিয়েছেন শাকিব খান। সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করছে ‘রাজাবাবু’ ছবির শুটিং ইউনিট।
আগামী কোরবানি ঈদের জন্য নির্মিত এই ছবির অধিকাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
এফডিসিতে কয়েক দিন আগে একটি আইটেম গানের শুটিং শেষ হয়েছে। এতে অংশ নেন আইটেম কন্যা বিপাশা কবির।
ছবির বাকি চারটি গান শুটিং করা হবে থাইল্যান্ডে। সেখানে শাকিব খান, ববি ও অপুর সাথে দুইটি করে মোট চারটি গানের শুটিং হবে।
সিনেমাটির সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। এখন গানের দৃশ্যধারণ হবে দেশের বাইরে।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব, অপু, ববিসহ পুরো ইউনিট নিয়ে আমরা থাইল্যান্ডে যাচ্ছি।
সেখানে চারটি গানের শুটিং শেষ করে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় ফিরবো। ছবির বাকি কাজ শেষ। গানগুলো শেষ হলেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। এই ঈদেও চমক নিয়ে হাজির হবে ‘রাজাবাবু’, সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে কাজ শেষ করে দেশে ফিরতে পারি।’
এই ছবিতে অপু বিশ্বাস অভিনয় করবেন শাকিবের বাবার বন্ধুর মেয়ের চরিত্রে। আর ববি অভিনয় করছেন শাকিবের মামাতো বোনের চরিত্রে।
এ ছবিতে শাকিব, অপু ও ববি ছাড়া আরো অভিনয় করছেন উজ্জ্বল, দিতি, ওমর সানী, শাহনূর, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, প্রবীর মিত্র, সুব্রত, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ প্রমুখ।