Home > বিনোদন > নেট দুনিয়ায় ভাসছে সানির যে ভিডিও

নেট দুনিয়ায় ভাসছে সানির যে ভিডিও

বিনোদন ডেস্ক: 

সানি লিওনের দিকে পিস্তল তাক করে আছেন সহ-অভিনেতা দেব গিল। ট্রিগার চাপতেই গুলির আওয়াজ আর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সানি। কিন্তু বেশ কিছু সময় পার হলেও উঠছেন না এ অভিনেত্রী। এমন একটি ভিডিও নেট দুনিয়ায় ভাসছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা, গ্রাফিক ওয়ার্নিং পার্ট ওয়ান, সানি লিওনের পক্ষ থেকে আমরা ভিডিওটি পোস্ট করেছি। কারণ সবার জানা প্রয়োজন গতকাল রাতে শুটিং সেটে কী হয়েছিল।

ভিডিওটি দেখে প্রথমে অনেকের মনে হতে পারে বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন তেরা ইন্তেজার অভিনেত্রী। তবে ইনস্টাগ্রামে পোস্ট করা অন্য এক ভিডিও দেখলেই সবাই পরিষ্কার বুঝতে পারবেন, সহ-অভিনেতাকে ঘাবরে দিতেই শুটিং সেটে মজা করে এমনটা করেছিলেন এই অভিনেত্রী।

সানি লিওন অভিনীত পরবর্তী সিনেমা কোলা কোলা। হরর-কমেডি ঘরানার সিনেমাটির জন্য বিহারি ভাষা শিখছেন এ অভিনেত্রী। এছাড়া কৃতি স্যানন, দিলজিৎ দুসাঞ্জ, বরুণ শর্মার অর্জুন পাতিয়ালা সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে সানিকে।

দেখুন: সানি লিওনের ভিডিওটি

 

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ