Home > বিনোদন > ‘অন্যথায় সিনেমা করতে আগ্রহী নই’

‘অন্যথায় সিনেমা করতে আগ্রহী নই’

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। অনেক জনপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। বাংলা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখালেও ওড়িয়া, তামিল, তেলেগু ও কন্নড় ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বর্তমানে টেলিভিশন অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’ উপস্থাপনা করছেন রচনা ব্যানার্জি। গত কয়েক বছরে তার উল্লেখযোগ্য কোনো সিনেমা নেই বললেই চলে। কিন্তু হঠাৎ তিনি সিনেমা থেকে সরে গেলেন কেন? এমন প্রশ্ন তার অনেক ভক্তের মনে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রচনা। এ সময় প্রশ্ন করা হয়— এখন বাংলা সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে করবেন? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানের জন্য সময় দিচ্ছি, এছাড়া বাকি সময়টা আমার ছেলেকে দিই। যদি এই দুটো বাদ দিয়ে আমাকে সিনেমা করতে হয় তবে সেটা এতটাই ভালো সিনেমা হতে হবে যে, আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে। অন্যথায় সিনেমা করতে আগ্রহী নই।’

যদি নতুন প্রজন্মের কিংবা অখ্যাত কোনো নির্মাতা প্রস্তাব দেন? এমন প্রশ্নের জবাবে রচনা বলেন, ‘যদি ভালো সিনেমা হয় তখন নিশ্চয়ই করব। এখন তো অনেকের মধ্যেই সেই ট্যালেন্টটা আছে। বিশেষ করে ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করে আসছে। সব সময় যে স্ট্যাম্পড ডিরেক্টররাই ভালো সিনেমা করবেন এমন কোনো কথা নেই। ইয়ং জেনারেশন খুবই প্রতিভাবান। যদি ভালো গল্প নিয়ে তারা আসে, নিশ্চয়ই ভেবে দেখা যেতে পারে। তবে আমার জন্য খুব ক্রাইসিস সিচুয়েশন হবে কারণ বাই চয়েস সিনেমা করি না।’

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ