Home > বিনোদন > জানভির সঙ্গে প্রেম নিয়ে ইশানের বক্তব্য

জানভির সঙ্গে প্রেম নিয়ে ইশানের বক্তব্য

বিনোদন ডেস্ক: গত বছর মুক্তিপ্রাপ্ত ধড়ক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন ইশান কাট্টার ও জানভি কাপুর। এতে এ জুটির রসায়ন দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলে। পাশাপাশি তাদের দুজনকে ঘিরে বলিপাড়ায় তৈরি হয় প্রেমের গুঞ্জন।

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোতে হাজির হয়েছিলেন ইশান। এ সময় জানভির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় এ অভিনেতাকে। ইশান কাট্টার বলেন, ‘আমি কফির সঙ্গে সম্পর্কে আছি।’

বিয়ন্ড দ্য ক্লাউড অভিনেতা আরো বলেন, ‘আমি সৎ, হাসি-খুশি, শান্ত ও আবেগী মেয়ে পছন্দ করি। আমার মনে হয়, এ ধরনের বৈশিষ্ট্য যার মধ্যে আছে সবাইকে আমি পছন্দ করব। আমার বন্ধুদের মধ্যেও আমি এই ধরনের বৈশিষ্ট্য খুঁজি।’

এর আগে ‘কফি উইথ করন’ টক শোতে ইশানের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি অস্বীকার করেন জানভি। অনুষ্ঠানটির অন্য একটি পর্বে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ইশান বলেন, ‘না, আমরা শুধু একসঙ্গে ঘোরাফেরা করি, জিমে যাই, সিনেমা দেখি ও দক্ষিণ ভারতীয় গান শুনি, যদিও এই গান আমার পছন্দ নয় তবে ধীরে ধীরে এটি পছন্দ করতে শুরু করছি।’

২০১৬ সালের ব্লকবাস্টার হিট মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভির বলিউডে এটি প্রথম সিনেমা।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ