Home > বিনোদন > ‘আমাদের মধ্যে লড়াইয়ের পুরো বিষয়টিই হাস্যকর’

‘আমাদের মধ্যে লড়াইয়ের পুরো বিষয়টিই হাস্যকর’

বিনোদন ডেস্ক : নির্মাতা বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। গত বছর ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। অন্যদিকে কেদারনাথ সিনেমার মাধ্যমে একই বছর রুপালি জগতে অভিষেক হয় সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানের। পাশাপাশি সারা অভিনীত সিম্বা সিনেমাটিও গত ডিসেম্বরে মুক্তি পায়।

সিনেমায় অভিষেকের আগে থেকেই আলোচনায় সারা ও জানভি। বলিউডে পা রাখার পর থেকে তাদের নিয়ে আলোচনা আরো বেড়ে যায়। পাশাপাশি দুজনেরই ভক্তের সংখ্যা বাড়তে থাকে। চলতে থাকে তাদের মধ্যে কে সেরা তার তুলনা। শুধু তাই নয়, কে বেশি সুন্দর-মিডিয়ার পাশাপাশি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যেও চলে কথার লড়াই।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন সাইফ কন্যা। এ প্রসঙ্গে সারার আলী খান বলেন, ‘জানভি অসম্ভব সুন্দর। আমাদের মধ্যে লড়াইয়ের পুরো বিষয়টিই হাস্যকর। আমরা দুজনই অনেক স্বস্তিতে আছি এবং আমাদের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।’

কে সেরা?-এই প্রশ্নের জাবাবে সিম্বা অভিনেত্রী বলেন, ‘বলিউড ইন্ডাস্ট্রি অনেক বড় এবং এখানে প্রত্যেকের জন্য জায়গা রয়েছে। শুধু নিজের ব্যাপারে স্বস্তিতে থাকতে হবে ও অন্যের কাজকে সম্মান করতে হবে। জানভি আমাকে সম্মান করে, আমিও তাকে সম্মান করি। যারা আমাদের ছবি পাশাপাশি কোলাজ করে বিভিন্ন কথা লেখেন তাদেরকেও আমরা সম্মান করি। এটির ওপর তাদের আয় নির্ভর করে। আমাদের এতে সমস্যা নেই, আপনারা করুন। কোনোদিন তাকে দেখতে ভালো লাগবে, আবার কোনোদিন আমাকে।’

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ