Home > বিনোদন > কত আয় করল ‘থাগস অব হিন্দোস্তান’?

কত আয় করল ‘থাগস অব হিন্দোস্তান’?

বিনোদন ডেস্ক : মিস্টার পারফেক্টশনিস্টখ্যাত তারকা আমির খান। বর্তমানে বলিউড বক্স অফিসের অঘোষিত রাজা তিনি। তার দঙ্গল, সিক্রেট সুপার স্টার, পিকে সিনেমা মুক্তির পর রেকর্ড গড়ার পাশাপাশি ব্লকবাস্টার হয়।

দীপাবলী উপলক্ষে গতকাল মুক্তি পায় আমির খান, অমিতাভ বচ্চন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা থাগস অব হিন্দোস্তান। দর্শক-সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা কুড়াতে পারেনি এটি। তবে শুরুতেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছে সিনেমাটি। পাশাপাশি প্রথম দিনেই শুধু ভারতে আয় করেছে ৫০.৭৫ কোটি রুপি।

হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে থাগস অব হিন্দোস্তান। এর আগে রেকর্ডটি ছিল বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার দখলে। সিনেমাটির প্রথম দিনের নিট আয় ছিল ৪০.৭৫ কোটি রুপি। তারপরেই আছে সালমান খানের প্রেম রতন ধন পায়ো (৩৯.৩২ কোটি রুপি)।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘থাগস অব হিন্দোস্তান বৃহস্পতিবারের ব্যবসা-হিন্দি : ৫০.৭৫ কোটি রুপি, তামিল এবং তেলেগু : ১.৫০ কোটি রুপি। মোট : ৫২.২৫ কোটি রুপি (৫ হাজার প্রেক্ষাগৃহ)। দিপাবলীতে মুক্তিপ্রাপ্ত, যশ রাজ ফিল্মসের ও হিন্দি সিনেমার প্রথম দিনের আয়ের দিক থেকে সর্বোচ্চ।’

এছাড়া চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে থাগস অব হিন্দোস্তান। এর আগে রণবীর কাপুর অভিনীত সাঞ্জু সিনেমার দখলে ছিল রেকর্ডটি। এ বছরের অন্যতম সাড়া জাগানো সিনেমা সাঞ্জু প্রথম দিনে আয় করে ৩৪.৭৫ কোটি রুপি।

থাগস অব হিন্দোস্তান সিনেমাটিতে আমিরের চরিত্রের নাম ফিরাঙ্গি। এছাড়া থাগসদের সর্দার হিসেবে পর্দায় হাজির হয়েছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি আছেন নির্দয় ইংরেজ শাসক জন ক্লাইভ। এতে ক্যাটরিনার চরিত্রটির নাম সুরাইয়া। অন্যদিকে ফতিমা সানা শেখের চরিত্রের নাম জাফিরা।

সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে আমির খানের ধুম-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন তিনি।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ