Home > বিনোদন > শুটিং করার সময় গুরুতর আহত হলেন আমির খান

শুটিং করার সময় গুরুতর আহত হলেন আমির খান

জনতার  বাণী বিনোদন ডেস্ক :

‘দঙ্গল’-এর শুটিং করার সময় কাঁধে
গুরুতর চোট পেলেন আমির খান। নীতীশ
তিওয়ারির পরিচালনায় কুস্তিগীর মহাবীর ফোগটের
বায়োপিকে অভিনয় করছেন তিনি।
গত ৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির শুটিং করছেন আমির।
সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাঁধে
চোট পান নায়ক। ইউনিটের এক সদস্য জানিয়েছেন,
‘‘একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিভিন্ন অ্যাঙ্গেল
থেকে অনেকগুলো টেক নেওয়া হচ্ছিল।
একেবারে শেষ টেক দেওয়ার সময় আমিরের
কাঁধের পেশিতে টান লাগে।
আইসপ্যাক দিয়ে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেও
উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।’’ এর পরই তাঁকে
স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে
চিকিৎসকরা দেখে জানান, আমিরের চোট গুরুতর। জানা
গিয়েছে, শুটিং মাঝপথে বন্ধ রেখেই চিকিত্সার জন্য
মুম্বই ফিরে আসছেন নায়ক।
‘দঙ্গল’এর জন্য ফিটনেস ট্রেনারের পরামর্শ
মতো ওজন বাড়িয়েছেন আমির। শোনা যাচ্ছে,
এতে তাঁর কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে।
তবে তিনি এতটাই পেশাদার যে তাতেও দমে যাননি।
চরিত্রের জন্য এতটাই ডেডিকেটেড আমির।
ছবিতে আমিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন
সাক্ষী তনবার। টানা অডিশন-পর্ব চলার পর
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী
তনওয়ারকে বেছে নেন তিনি। ‘কাহানি ঘর ঘর কি’,
‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’-এর মতো টেলি
সিরিয়ালের সুবাদে পরিচিত মুখ সাক্ষী। কিন্তু শুটিংয়ের
মাঝপথে আমিরের এই দুর্ঘটনা চিন্তায় ফেলে
দিয়েছে টিম ‘দঙ্গল’কে।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ