আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
ঢাকা: ইরাকের আনবার
প্রদেশে উগ্রপন্থি ইসলামিক
স্টেটের (আইএস) সিরিজ
আত্মঘাতী হামলায় অন্তত ১৭
জন ইরাকি সেনা নিহত
হয়েছেন। বুধবার দেশটির
সেনাবাহিনীর একজন মুখপাত্র
বার্তা সংস্থা এপিকে এ তথ্য
জানিয়েছেন।
গত সপ্তাহে আইএস যোদ্ধারা
আনবার প্রদেশের রাজধানী
রামাদি দখলের পর নগরীটি
পুনর্দখল করতে গত কয়েকদিন
ধরে যৌথ চেষ্টা চালিয়ে
যাচ্ছিল ইরাকি সেবাহিনী ও
শিয়া মিলিয়াশারা। তাদের
সাথে রয়েছে মার্কিন
বিমান হামলা এবং উপজাতীয়
গেরিলারা।
আনবারের বিভিন্ন এলাকায়
যৌথ বাহিনীর শক্তি বৃদ্ধির
মাধ্যমে বড় ধরনের অভিযান
চালানোর সরকারি ঘোষণা
আসার কয়েক ঘন্টার মধ্যেই
আইএসের এমন বড় ধরনের
হামলা ঘটনাপ্রবাহে নতুন
মাত্রা যোগ করেছে।
যৌথ সামরিক কমান্ডের
মুখপাত্র ব্রিগেডিয়ার
জেনারেল সাদ মান ইব্রাহিম
বলেন, মঙ্গলবার দিবাগত
মধ্যরাতে সবগুলো হামলার
ঘটনা ঘটেছে আইএস
নিয়ন্ত্রণাধীন ফালুজা শহরের
বাইরে।
তিনি নিশ্চিত করতে
পারেননি যে, কতজন
আত্মঘাতী হামলাকারী
হামলায় অংশ নিয়েছে। তবে
তিনি জানান, তারা
সেনাদের উপর বিভিন্ন দিক
থেকে হামলা চালায়।
