লিবিয়ায় সির্ত প্রদেশে ইসলামিক স্টেট বা আইএস’র শেষ ঘাঁটিতে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার বাহিনী হামলা চালিয়েছে। সশস্ত্র যোদ্ধাদের দখল থেকে সির্ত পুনরুদ্ধারের অংশ হিসেবে চালানে এই হামলা কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এছাড়া রআহত হয়েছে আরো ৬০ জন।
একজন সরকারি যোদ্ধা নিউজ এজেন্সি এএফপি’কে বলেন, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমরা তিন নম্বর জেলায় বিদ্রোহীদের শেষ আস্তানায় হামলা চালিয়েছি।
শনিবারের এ হামলায় ইসলামিক স্টেটের ১০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে সরকারি বাহিনী দাবি করেছে। এছাড়া আরো অন্তত ৬০ জন আহত হয়েছে বলেও জানানো হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপলি ও সির্তের মধ্যবর্তী একটি হাসপাতাল সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সরকারি বাহিনী দাবি করেছে, তারা আইএস’র সদর দপ্তরসহ প্রধান আস্তানাগুলো দখলে নিয়েছে।
সির্ত হাতছাড়া হলে আইএসের জন্য বড় ধরনের ধাক্কা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী অভিযানে সহায়তা করছে। সূত্র: আলজাজিরা।