আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
প্যারিস: প্যারিসে গুলি ও বোমা বর্ষণের সাথে যুক্ত
সন্ত্রাসীদের সবাই নিহত হয়েছে বলে ফ্রান্স পুলিশ
জানিয়েছে।
প্যারিসের পুলিশ প্রধান মাইকেল কাদোঁ বলেন,
আক্রমণকারীদের সকলেই নিহত হয়েছে বলে ধারণা
করা হচ্ছে। তবে পুলিশ এখনো সন্দেহভাজন
হামলাকারীদের ধরার জন্য তল্লাশি চালিয়ে
যাচ্ছে।
প্যারিসের কনসার্ট হলে যে ৪ জন হামলা চালিয়ে
ছিল তারা পুলিশের অভিযান শুরুর পর আত্মহত্যা
করে। হামলাকারী ৩ জনের শরীরে বিষ্ফোরক বেল্ট
ছিল যা তাদের নিজেদের শরীরেই বিষ্ফোরিত হয়।
কনসার্ট হলের হামলায় কমপক্ষে ১০০ জন নিহত
হয়েছে।
কনসার্ট স্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন,
হামলাকারীদের একজনকে তিনি বলতে শুনেছেন
সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করায় ফ্রান্সকে এই
শাস্তি পেতে হলো।
পিয়েরে জানাসজ্যাক নামের ওই ব্যক্তি বলেন,
‘আমি পরিস্কার শুনেছি তারা বলছে এটি তোমাদের
প্রেসিডেন্টের ভুল, সিরিয়ায় হামলা চালিয়ে সে
ভুল করেছে। তারা ইরাকের কথাও বলেছে।’
সূত্র: এপি
