Home > আন্তর্জাতিক > দুই দশক পর আবারো বাড়ছে চরম দারিদ্রের হার

দুই দশক পর আবারো বাড়ছে চরম দারিদ্রের হার

মহামারি করোনাভাইরাসের কারণে দুই দশক পর আবার বাড়ছে চরম দারিদ্রের হার। বুধবার (৭ অক্টোবর) বিশ্ব ব্যাংক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। খবর বিবিসির।

বিশ্বব্যাংকের মতে চলতি বছর করোনাভাইরাসের কারণে ১১ কোটি ৫০ লাখ মানুষকে চরম দারিদ্রের কাতারে নেমে আসবে। আর ২০২১ সালের মধ্যে এটা বেড়ে হবে ১৫ কোটি। চরম দারিদ্র বলতে বোঝানো হয় তাদের যাদের দৈনিক আয় ১.৯০ ডলার তথা ১৬০ টাকার নিচে।

সবশেষ ১৯৯৮ সালে এশিয়ার আর্থিক সংকটের কারণে বেড়েছিল চরম দারিদ্রের হার। দুই দশক পর করোনার কারণে আবার বাড়ছে এই হার।

করোনার প্রকোপ শুরু হওয়ার আগে প্রত্যাশা করা হচ্ছিল ২০২০ সালে বিশ্বব্যাপী চরম দারিদ্রের হার নেমে আসবে ৭.৯ শতাংশে। কিন্তু করোনার কারণে সেটা বেড়ে বর্তমানে ৯.১ শতাংশে দাঁড়িয়েছে। বছর শেষে এটা বেড়ে হতে পারে ৯.৪ শতাংশ।

একদিকে চরম দারিদ্রের হার বাড়তে শুরু করলেও বিশ্বের বিলিয়নিয়ারদের অর্থভাগ্য রেকর্ড ছুঁয়েছে। এই মহামারির সময়েও প্রযুক্তি ও শিল্পখাতের নির্বাহীদের আয় বেড়েছে কয়েকগুণ।

বিশ্বের ধনীদের আয় বাড়ার হার ২৭.৫ শতাংশ। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে তাদের আয় বেড়েছে ১০.২ বিলিয়ন ডলার!

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ