করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রিয়ায়। সোমবার (১৫ মার্চ) থেকে এই ঘোষণা কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোমানিয়া জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে, পাশাপাশি চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী সারাদেশে কোয়ারেন্টাইন ঘোষণা করবেন।
মহামারি করোনা প্রতিরোধে ফ্রান্স ও স্পেনের কড়াকড়ি আরোপের পরপরই ইউরোপের দেশ অস্ট্রিয়া এ পদক্ষেপ নিলো।
গত ২৪ ঘণ্টায় স্পেনে ৯৭ জনের মৃত্যু ও ২০০০ জন নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।